‘প্রধানমন্ত্রী বলেছেন সরকারি চাকরিতে কোটা থাকবে না’- ছাত্রলীগ

লেখক:
প্রকাশ: ৭ years ago

সরকারি চাকরিতে কোনও ধরনের কোটা থাকবে না বলে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে গণভবনে এ দুই নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাদেরকে এই কথা জানান তিনি।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন এ তথ্য জানিয়ে স্ট্যাটাস দেন।

ফেসবুক পোস্টে সাইফুর রহমান সোহাগ লেখেন, ‘কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে ছাত্র সমাজের পক্ষ থেকে আজ সকালে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি চাকরিতে কোনও ধরনের কোটা পদ্ধতি থাকবে না।’

ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইনও তার নিজের ফেসবুক প্রোফাইলে একই স্ট্যাটাস দিয়েছেন।

মুহূর্তের মধ্যে এ দুই নেতার ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে যায়। অনেকে তাদের স্ট্যাটাস শেয়ার করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে বুধবার সকালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা এক সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে কোটা সংস্কারের সুর্নিদিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন চালিয়ে যাবো আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতো শতাংশ কোটা সংস্কার করবেন তা না বলা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।