ঝালকাঠিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয় ও ব্লাইন্ড অ্যাডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) এ কর্মশালার আয়োজনে করে।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক রুহুল আমিন সেখের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।
প্রধান অতিথি তার বক্তব্যে হামিদুল বলেন, প্রতিবন্ধীরা এখন বিভিন্ন জায়গায় চাকরির সুযোগ পাচ্ছেন। ঝালকাঠিতে যে সব প্রতিবন্ধী একটু সক্ষম তাদের প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান করে দেওয়া যেতে পারে। এজন্য বৃত্তবানদের সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক।
কর্মশালায় বক্তব্য রাখেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, বার্ডোর ব্যবস্থাপক আলমগীর হোসেন ও শিক্ষক ফয়সাল রহমান জসিম।