আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুনি

লেখক:
প্রকাশ: ৭ years ago

ওয়েইন রুনি। ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে একজন।

এমনকি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও তিনি। ইংল্যান্ডের জার্সিতে ১১৯ ম্যাচে ৫৩ গোল করেছেন রুনি।  সুযোগ ছিল এই সংখ্যাটা আরও বাড়ানোর। কিন্তু সে সুযোগটা না নিয়ে মাত্র ৩১ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন এই স্ট্রাইকার।

বিদায় প্রসঙ্গে রুনি বলেন, ‘দেশকে যতবার প্রতিনিধিত্ব করেছি, প্রতিবার আমি কৃতজ্ঞতা বোধ করেছি। এটা অনেক সম্মানের বিষয়। কিন্তু আমার মনে হচ্ছে, এখনই সময় সরে দাঁড়ানোর। ’

মাত্র ১৭ বছর বয়সে ইংল্যান্ড দলে অভিষেক হয়েছিল রুনির। ১৮-তেই ইউরোর মতো বড় মঞ্চে খেলেছেন। কিন্তু জাতীয় দলের হয়ে কোনো সাফল্য পাওয়ার সৌভাগ্য হয়নি রুনির। বিদায় বেলায় এ নিয়ে দুঃখ জানাতে ভোলেননি রুনি। সেই সঙ্গে এটাও জানিয়েছেন, একদিন সাফল্য পাবেই তাঁর দেশ এবং সেদিন ভক্ত হয়েই সেটির স্বাদ প্রাণভরে নেবেন তিনি।