বরিশাল সদর উপজেলায় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

মোঃ শাহাজাদা হিরা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ “মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ যুক্ত হওয়ায় এবং ১৭ মার্চ তার ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে বরিশাল সদর উপজেলা।

বরিশাল সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে। ২০ মার্চ সকাল ১১ টায় বঙ্গবন্ধুর শৈশব,কৈশোর,বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী, বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা,৭ মার্চের ভাষণ,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন বিষয়ে প্রাথমিক,মাধ্যমিক পর্যায়ের প্রতিযোগীরা অংশ নেয়।

চিত্রাংকন প্রতিযোগিতা শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ হুমায়ন কবির, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার, কৃষি অফিসার, শিক্ষা অফিসারসহ জেলা কালচারাল অফিসার, হাসানুর রশীদ মাকসুদ প্রমূখ। চিত্রাংকন প্রতিযোগিতা ৪টি গ্রুপে ও ভাষন ৩ টি গ্রুপে অনুষ্ঠিত হয়।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ হুমায়ন কবির।