বরিশালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরা পারসনের উপড় পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকরা মানববন্ধন করেছে। রবিবার সকাল ১১টায় শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম, সভাপতি আবু তোরাব মানিক, সাধারন সম্পাদক লুৎফর রহমান মিঠু, অর্থ সম্পাদক জিয়াউর রহমান বকুল, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রিপন, কার্যনির্বাহী সদস্য মনসুর আলী, ফজলে ইমাম বুলবুল, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তারভির হাসান তানু, সাংবাদিক আতাউর রহমান, সাইফুল ইসলামসহ সাংবাদিক নেতারা অবিলম্বে নির্যাতনকারি পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য স্বরাস্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেন। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন নেতারা।

এতে জেলার সকল গণমাধ্যমকর্মীসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক ও শুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়।