‘নীরবতার দিনে’ বালিতে ইন্টারনেট বন্ধ

লেখক:
প্রকাশ: ৭ years ago

আগামী শনিবার ইন্দোনেশিয়ার বালিতে ‘নিয়েপা’ উৎসব পালিত হবে। দ্বীপের হিন্দু জনগোষ্ঠী দিনটিকে ‘নীরবতার দিন’ হিসেবে পালন করে থাকেন। ধর্মীয় এই উৎসবের দিনটিতে বালি দ্বীপে ২৪ ঘণ্টা বন্ধ থাকবে টেলিযোগাযোগ সেবা।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, শুধু টেলিফোন সেবাই না, এই সময়ে ইন্টারনেট সেবাও বন্ধ থাকবে। ফলে স্থানীয়রা মোবাইল ফোন ও সোশ্যাল মিডিয়ার সাইটগুলো ব্যবহার করতে পারবেন না।

‘নিয়েপা উৎসব’ পালনের আহ্বান জানিয়ে ইন্দোনেশিয়ান হিন্দু সোসাইটির প্রধান গুষ্টি এনগুরা সুদাইনা বলেন, ‘আসুন একদিন অন্তত এইসব বাদ দিয়ে নিজের দিকে দৃষ্টি ফেরাই।’

‘নীরবতার দিনে’ স্থানীয় বিমানবন্দরও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বালির এনগুরা রাই বিমানবন্দরের মহাব্যবস্থাপক ইউনুস সুপ্রায়োগি। তিনি জানান, বিমানবন্দর বন্ধ থাকার সময়টাতে ২৪৪টি অভ্যন্তরীণ ও ২৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকবে।

ইন্দোনেশিয়ার টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা নিওমান সাজায়ম জানিয়েছেন, নীরবতার দিনটি পালনের জন্য টেলিভিশন ও রেডিও সম্প্রচারও বন্ধ থাকবে।