সাবেক স্ত্রীর পায়ের রগ কাটলেন স্বামী

লেখক:
প্রকাশ: ৭ years ago

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বখাটে ও মাদকাসক্ত স্বামীর ঘর ছেড়েও রক্ষা পায়নি রায়হানা আক্তার (২২) নামে এক নারীর। তাঁর পাঁয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়েছে সাবেক স্বামী কামরুল ইসলাম। পরবর্তীতে গুরুতর আহত অববস্থায় উদ্ধার করে জেলা সদরে আনলে অবস্থার অবনতি দেখে দ্রুত ঢাকায় পাঠিয়েছে কর্তব্যরত ডাক্তার। এখন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত রায়হানা আক্তার উপজেলার শাহবাজপুর গ্রামের ইসমাইল মিয়ার মেয়ে ও ঘাতক কামরুল একই গ্রামের মৃত মব্বত আলীর ছেলে। রায়হানা স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশুনা করত। এ ঘটনার পর মঙ্গলবার রাতে রায়হানার মা হাজেরা খাতুন বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। দায়ের করা মামলাটিতে সাবেক স্বামীসহ কয়েকজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজহারে বলা হয়, গত পাঁঁচ বছর আগে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের রায়হানা আক্তারের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের কামরুল মিয়ার। বিয়ের পর রায়হানার পরিবারের লোকজন জানতে পারেন কামরুল মাদকাসক্ত। সে প্রায়ই যৌতুকের টাকার জন্য রায়হানাকে মারধর করত।

এসব নির্যাতন সহ্য না করতে না পেরে গত কয়েক মাস আগে রায়হানা নিজেই কামরুলের কাছ থেকে তালাক নেন।

এজাহারে আরও বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে রায়হানা মাদারাসায় যাওয়ার পথে স্থানীয় হাবলিপাড়া মসজিদের সামনে আগে থেকে ওঁৎপেতে থাকা কামরুলসহ আরও কয়েকজন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।

গুরুতর অবস্হায় প্রথমে জেলা সদরে আনলে পরে অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার উপ-পুলিশ পরিদর্শক মো:ঈসমাইল হোসেন জানান, এ হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিভিন্ন সূএের মার্ধ্যমে কামরুলসহ জড়িত অন্য আসামীদের গ্রেফতারের জোড় প্রচেষ্ঠা চলছে।