‘জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে’-আরেফিন সিদ্দিক

লেখক:
প্রকাশ: ৭ years ago

জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, উন্নত দেশগুলোতে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত। প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ব্যাপক মূল্যায়ন করা হয়। কেননা মূল কাজটি তারাই সম্পাদন করেন।

আজ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, আমরা কোন ধরনের ছেলে-মেয়ে তৈরি করছি সে বিষয়ে আমাদের লজ্জা হওয়া উচিত। তারা অবলীলায় দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। আমাদের মানবিক গুণাবলী অর্জন করা প্রয়োজন কিন্তু তা সঠিকভাবে হচ্ছে না। জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।