পিরোজপুর জেলা পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ লাইন্স মাঠে ১০ মার্চ শনিবার বিকাল তিন টায় এ সমাবেশ এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম,পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাণিজ্য মন্ত্রাণালয়ের যুগ্ম সচিব বেগম মালেকা খায়রুন্নেছা। জেলা পুলিশ সমাবেশ এবং ক্রিড়া প্রতিযোগিতায় পিরোজপুর জেলা পুুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা পুলিশ সুপার। ক্রিয়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুস্কার তুলে দেন ডিআইজি মোঃ শফিকুল ইসলামসহ অতিথিবৃন্দ।