বাংলাদেশকে রান বৃষ্টিতে ভেজাচ্ছে শ্রীলঙ্কা

লেখক:
প্রকাশ: ৭ years ago

সকাল থেকেই কলম্বোর আকাশটা ভার। মেঘলা আকাশ দেখে মনে হচ্ছিল, অঝর বর্ষণ সময়ের ব্যাপার মাত্র। বেলা দুইটার দিকে তো ঝমঝমিয়ে বৃষ্টিই নামল। তখনই সংশয় জেগেছে, প্রেমাদাসায় আজ বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচটা হবে তো?

শেষ পর্যন্ত সংশয় কাটিয়ে টস হলো। ভেজা কন্ডিশন বলেই হয়তো টস জিতে বোলিং বেছে নিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। যদিও তাঁর সিদ্ধান্তকে এখানো সঠিক প্রমাণ করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ১০ ওভারে ১ উইকেটে তারা তুলেছে ৯৮ রান। ওভারে দশের কাছাকাছি রান।

বাংলাদেশ সর্বশেষ ১৪ টি-টোয়েন্টির ১৩টিতেই হেরেছে। সর্বশেষ জয়টা এ মাঠে। পরাজয়ের বৃত্ত ভাঙতে এটাই হতে পারে বাংলাদেশের প্রেরণা। যদিও এই মুহূর্তে বাংলাদেশকে রানবৃষ্টিতে ভাসিয়ে দেওয়ার পূর্বাভান দিচ্ছে শ্রীলঙ্কা। ৫৬ রানের উদ্বোধনী জুটিতেই ছিল সেই আভাস। মোস্তাফিজ উদ্বোধনী জুটি ভেঙেছিলেন গুণাথিলাকাকে বোল্ড করে। যদিও বাংলাদেশের দুই উদ্বোধনী পেসার মোস্তাফিজ-তাসকিনের ওপরই বেশি চড়াও হয়েছে লঙ্কানরা। ২ ওভারে ৩৩ রান দিয়েছেন তাসকিন।

বেধড়ক মার খাচ্ছেন আসলে সবাই। কেবল ২ ওভারে ৮ রান দিয়েছেন মিরাজ। আর ২ ওভারে ১৪ রান রুবেলের।

অপরিবর্তিত দল নিয়ে খেলছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম, সৌম্য, লিটন, মুশফিক, মাহমুদউল্লাহ, সাব্বির, মিরাজ, মোস্তাফিজ, তাসকিন, রুবেল, নাজমুল ইসলাম।