ঐতিহ্যবাহী চরমোনাই মাদ্রাসা ময়দানে বুধবার থেকে ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে। এ মাহফিলে যোগদানের লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক ও নৌপথে হাজার-হাজার মুরিদানসহ মুসুল্লীবৃন্দ চরমোনাই দরবারে পৌছতে শুরু করেছেন। এবারই প্রথম বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়ক হয়ে নব নির্মিত সাহেবের হাট সেতু অতিক্রম করে মুসল্লীবাহী যানবাহন চরমোনাই দরবারে পৌছছে। এলজিইডি সাহেবের হাট নদীর ওপর একটি ‘প্রী-স্ট্রেসড কংক্রিট গার্ডার’ সেতুর কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে।
বুধবার চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম উদ্বোধনী বয়ানের মাধ্যমে এ মাহফিলের কার্যক্রম শুরু হবে। মাহফিল উপলক্ষে চরমোনাই দরবারসহ সন্নিহিত বিশাল এলাকায় ইতোমধ্যে ব্যাপক আয়োজন স¤পন্ন হয়েছে। বিশাল এলাকায় আগত মুসুল্লীয়ানদের অবস্থান, অজু-গোসল ও জামাতে নামাজ আদায়ের সব আয়োজন সম্পন্ন হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ মাইকের ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। শুক্রবার চরমোনাই দরবারে কয়েক লাখ মুসুল্লী এক জামাতে জুম্মা নামাজ আদায় করবেন বলে আশা করা যাচ্ছে। শনিবার বাদ ফজর বয়ান শেষে চরমোনাইর পীর মাওলানা মুফতি সৈয়দ মো. রেজাউল করিম সমবেত মুসুল্লীয়ানদের নিয়ে ৮ টার দেকে আখেরী মোনাজাত পরিচালনা করবে।