সুন্দরবনে দুইটি হরিণের মাথা ও ৫০ কেজি মাংসসহ শামীম মিস্ত্রি (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানার কালাবগি খালসংলগ্ন মুচির দোয়ানি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়।
কোস্টগার্ড জানিয়েছে, শামীম খুলনা জেলার পাইকগাছা উপজেলার পাঠবুনিয়া গ্রামের বোদর উদ্দিন মিস্ত্রির ছেলে।
কোস্টগার্ড সদর দফতরের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ জানান, অবৈধভাবে সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে হরিণ শিকারীরা হরিণ শিকার করে হরিণের মাংস ও চামড়া ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে যা সুন্দরবনের জন্য বনজপ্রাণী রক্ষায় হুমকি হিসেবে দেখা দিয়েছে।
তিনি জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় সোমবার শামীম নামে ওই পাচারকারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণপূর্বক উদ্ধারকৃত হরিণের মাংস নলিয়ান ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।