বরিশালের ভালো-মন্দ ফেসবুক গ্রুপের বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের কার্যক্রম গ্রহন

লেখক:
প্রকাশ: ৭ years ago

জাকারিয়া আলম দিপু: শুধুমাত্র ভার্চুয়ালে নয়, বাস্তবেও ফেসবুকের মাধ্যমে সামাজিক কার্যক্রম করা সম্ভব। বরিশালের অন্যতম জনপ্রিয় গ্রুপ বরিশালের ভালো-মন্দ ফেসবুক গ্রুপ।ফেসবুকের মাধ্যমে সামাজিক কার্যক্রম অংশ হিসেবে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে।

তারই ধারাবাহিকতায় প্রথম অনুষ্ঠান বিএম কলেজ রোডস্থ কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ে করা হবে। সে লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্য সরবরাহের জন্য আবেদন/তথ্য ফরম গ্রুপের পক্ষ থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি ও সদস্যগণের উপস্থিতিতে সম্মানিত প্রধান শিক্ষক -এর নিকট হস্তান্তর করা হয়েছেে। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের প্রতিষ্ঠাতা এ্যাডমিন নওরোজ কবির।