জোহানেসবার্গের ওয়ান্ডারার্স মহেন্দ্র সিং ধোনির জন্য বরাবর সৌভাগ্যের বার্তা বয়ে এনেছে। ধোনির নেতৃত্বে ২০০৭ সালে এই মাঠেই পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। রবিবার সেই ওয়ান্ডারার্সেই বিশ্বজয়ের মাঠে বিশ্বরেকর্ড গড়লেন উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড এখন ধোনির মুঠোয়। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভুবনেশ্বর কুমারের বলে হেন্ডরিকসের ক্যাচ নিয়ে সেই নজির গড়লেন এমএস। ২৭৫টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩৪ টি ক্যাচ ধরে ধোনি ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাকে। ২৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে ১৩৩টি ক্যাচ ধরেছিলেন সাবেক লঙ্কান অধিনায়ক।
অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪৮ টি ক্যাচ ধরে, ক্যাচের হাফ সেঞ্চুরির দোড়গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ধোনি এখন পর্যন্ত ৬০১ টি ক্যাচ ধরেছেন এবং ১৭৪টি স্টাম্প করেছেন।