ঝালকাঠিতে কবি জীবনানন্দ দাশের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার র্যালি, পুষ্পমাল্য অর্পণ, স্মারকলিপি প্রদান, আলোচনা সভা করেছে কবি কামিনী রায় ও জীবনানন্দ দাশ স্মৃতি সংরক্ষণ আন্দোলন পরিষদ। ঝালকাঠির সন্তান প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাশ ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নানা বাড়ি বামনকাঠি গ্রামের দাশ বাড়িতে জন্মগ্রহণ করেন।
ঝালকাঠিতে কবির জন্মদিন উপলক্ষে সকাল ১০টায় ১১৯তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। পরে জন্মদিনের বর্ণ্যাঢ্য র্যালি-শোভাযাত্রা শেষে ঝালকাঠিতে কবি কামিনী রায়ের বাড়ি উদ্ধারের দাবিতে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মো. হামিদুল হক স্মারকলিপি গ্রহণ করেন। বেলা ১১টায় ঝালকাঠির শিশু পার্ক মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল সরকারি ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মো. হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন ব্রজমোহন বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ স ম ইমানুল ইসলাম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ্ পনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কামিনী রায় ও জীবনানন্দ দাশ স্মৃতি সংরক্ষণ আন্দোলন পরিষদ আহ্বায়ক প্রভাষক কামরুন্নেসা আজাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব আ ফ আজিম তালুকদার।