ঝালকাঠিতে ‘ডাকাতের’ দুই চোখ তুলে নিলো জনতা

লেখক:
প্রকাশ: ৭ years ago

ঝালকাঠি সদর উপজেলার ধানসিড়ি ইউনিয়নের কিস্তাকাঠি গ্রামে ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করে গণধোলাইয়ের পর দুই চোখ তুলে নিলো এলাকাবাসী। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। আহত ডাকাত মেহেদী হাসান বাবুল ঝালকাঠির রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে। গুরুতর আহতাবস্থায় বাবুলকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে গ্রামের আব্দুল মান্নান হাওলাদার ও নান্না হাওলাদারের বাড়ির সিঁদ কেটে একদল সংবদ্ধ ডাকাত ঘরে প্রবেশ করে। এ সময় বাড়ির চতুর্দিকে এলাকাবাসী ঘেরাও দিয়ে ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলেও লোকজনের কাছে ধরা পড়ে বাবুল। উত্তেজিত গ্রামবাসী পিটিয়ে তার দুই চোখ তুলে নেয়। সদর থানা পুলিশের ওসি আবুল কালাম জানান, সকালে ঝালকাঠি সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য বাবুলকে বরিশালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।