যেমন হতে পারে রিয়াল-পিএসজির একাদশ

লেখক:
প্রকাশ: ৭ years ago

আর মাত্র কয়েক ঘন্টা। সান্তিয়াগো বার্নাবুতে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের বহুল প্রতীক্ষিত প্রথম লেগে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ আর প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। হাইভোল্টেজ এই ম্যাচে কেমন হতে পারে দুই দলের একাদশ?

গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে দুই দলই খেলার কথা ৪-৩-৩ ফরমেটে। শুরুর একাদশে রিয়ালের আক্রমণভাগে থাকবেন ‘বিবিসি’ ত্রয়ী- ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেল আর করিম বেনজেমা। মধ্যমাঠে লুকা মড্রিচ, কাসিমেরো আর টনি ক্রুস। আর রক্ষণভাগ সামলানোর দায়িত্ব থাকবে মার্সেলো, সার্জিও রামোস, ভারানে আর নাচোর উপর। গোলরক্ষক কেইলর নাভাস।

পিএসজিও খেলবে ৪-৩-৩ ফরমেটে। আক্রমণভাগে বরাবরের মতো নেইমার, এডিনসন কাভানি আর কিলিয়ান এমবাপে। মাঝমাঠে ভেরাত্তি, লেস, রেবিওট। আর রক্ষণে থাকবেন ইউরি, থিয়াগো সিলভা, মারকুইনোস আর দানি আলভেজ। গোলরক্ষক অ্যারিওলা।