হিজাব নিষিদ্ধ হতে যাচ্ছে ডেনমার্কে

লেখক:
প্রকাশ: ৭ years ago

প্রকাশ্যে মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ হতে যাচ্ছে ডেনমার্কে। এই প্রস্তাবটি দেশটির পার্লামেন্টে পাস হলে এটি আইনে পরিণত হবে। এরপর এই নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীকে ১৬৬ ডলার জরিমানা দিতে হবে।

ড্যানিশ আইনমন্ত্রী সোরেন পুলসেন বলেছেন, সাক্ষাতের সময় মুখ ঢেকে রাখা ড্যানিশ সমাজে প্রচলিত মূল্যবোধের পরিপন্থী। এই নিষেধাজ্ঞার মাধ্যমে সরাসরি সাক্ষাতের সময় একে অপরের প্রতি আমরা বিশ্বাস ও শ্রদ্ধা প্রতিষ্ঠা করব।

গত বছরের অক্টোবরে ডেনমার্কের সংসদে মুসলিম নারীদের নেকাব দিয়ে মুখ ঢাকার বিরোধিতা করে বেশির ভাগ রাজনৈতিক দল। পরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যানডার্স স্যমুয়েলসন এক ফেসবুক পোস্টে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে ইঙ্গিত দেন।