
বরিশাল প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, বরিশাল জেলা কমিটির নেতারা ১০ম গ্রেড বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সমিতির নেতারা বলেন, দেশের স্থানীয় সরকার কাঠামোর সবচেয়ে প্রাচীন ও গুরুত্বপূর্ণ মৌলিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। ১৮৭০ সাল থেকে এই প্রতিষ্ঠান গ্রামীণ জনগোষ্ঠীর সেবা দিয়ে আসছে। ইউনিয়ন পরিষদের নানামুখী কার্যক্রমে প্রশাসনিক কর্মকর্তাদের (পূর্বতন ইউপি সচিব) ভূমিকা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন, সনদ প্রদান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগী নির্বাচন, কর আদায়, ইউনিয়ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নসহ ইউনিয়নের প্রায় সকল সরকারি কার্যক্রম সরাসরি তাদের মাধ্যমে সম্পন্ন হয়।
নেতারা জানান, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক (২য় শ্রেণি) হলেও তারা বর্তমানে ১৪তম গ্রেডে বেতন পাচ্ছেন। কিন্তু সমপদে বা নিম্নপদে থাকা অন্যান্য দপ্তরের কর্মকর্তারা ইতোমধ্যে ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন। বহুবার মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে পত্র পাঠানো হলেও আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টির সমাধান হয়নি।
এছাড়া কর্মপরিধি ও দায়িত্ব বিবেচনায় পদোন্নতির সুযোগ না থাকায় প্রশাসনিক কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন বলেও তারা অভিযোগ করেন।
নেতারা আরও জানান, বর্তমানে তাদের বেতনের ৭৫% সরকারি তহবিল থেকে এবং ২৫% ইউনিয়ন পরিষদের নিজস্ব উৎস থেকে প্রদান করা হয়। তবে উৎসবভাতার ক্ষেত্রে ৫০% সরকার ও ৫০% ইউনিয়ন পরিষদ বহন করায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন।
১. ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের ১০ম গ্রেডে উন্নীত করা।
২. সময়োপযোগী নিয়োগবিধি প্রণয়ন করে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।
৩. মন্ত্রণালয় থেকে শতভাগ বেতন-ভাতা প্রদান।
৪. অবসরকালে শতভাগ আনুতোষিক অথবা পারিবারিক পেনশন প্রদান।
৫. স্থানীয় সরকার অধিদপ্তর গঠন।
সমিতির পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেন—
মোঃ আব্দুল্লাহ আল মোমিন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (কেন্দ্রীয় কমিটি)
এবং
মোঃ আলতাব হোসেন, সভাপতি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি (কেন্দ্রীয় কমিটি)।
নেতারা বিভাগীয় কমিশনারের কাছে সার্বিক যৌক্তিকতা বিবেচনায় দ্রুত দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।