যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসায় ভাসছেন অনিক

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কুমিল্লার এক অটোরিকশাচালক। যাত্রীর ফেলে যাওয়া একটি ব্যাগে থাকা প্রায় ১৫ লাখ টাকা তিনি অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়েছেন।

 

বৃহস্পতিবারের (১৭ জুলাই) এ ঘটনায় শহরজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। সততার জন্য প্রশংসায় ভাসছেন অনিক। তিনি নগরীর চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিপুট্টি এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী মরণ মিয়া সকালে শিশু সন্তানকে নিয়ে অটোরিকশায় করে দারোগাবাড়ি এলাকার স্কুলে যান। কিন্তু নামার সময় ভুলে সঙ্গে থাকা ১৫ লাখ টাকার ব্যাগটি ফেলে যান।

বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরার পর তিনি বুঝতে পারেন, টাকার ব্যাগটি অটোরিকশায় রয়ে গেছে। পরে সেখানে গিয়ে চালককে খুঁজে আর পাননি। প্রায় ঘণ্টা খানেক পরে তিনি বাসার কাছে গিয়ে দেখেন, যেখান থেকে অটেরিকশায় উঠেছিলেন সেখানে এসে চালক তাকে খুঁজছেন। এ সময় আরো কয়েকজনের উপস্থিতিতে টাকার ব্যাগটি বুঝে নেন তিনি।

 

অটোরিকশাচালক অনিক বলেন, “ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমেই আমার বাবাকে কল দেই। তখন বাবা আমাকে বলেন, যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না। আমি এরপর কয়েকবার ঘুরে ওই এলাকায় এসে শেষমেশ ব্যাগের মালিককে খুঁজে পাই।”

 

স্বর্ণ ব্যবসায়ী মরণ মিয়া বলেন, “আমি ধরেই নিয়েছিলাম, টাকার ব্যাগটা আর ফিরে পাব না। কিন্তু অনিক যা করলেন, তা আজকের দিনে বিরল। আমি চিরকৃতজ্ঞ।”

এ বিষয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর সুমী আক্তার বলেন, “অনিক প্রমাণ করেছেন, এখনো মানবতা ও সততা বেঁচে আছে। এমন মানুষ সমাজের সম্পদ।’’