যৌথ সামরিক মহড়া শুরু করছে ইরান-রাশিয়া-চীন

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের উপকূলে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান, রাশিয়া এবং চীনের নৌবাহিনী। চলতি সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে রোববার ইরানি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

আমেরিকান আধিপত্য মোকাবিলার অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে ওই তিন দেশের। গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে তারা। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরানের চাবাহার বন্দরে আগামী মঙ্গলবার থেকে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হবে।

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় ওমান উপসাগরের কাছে অবস্থিত চাবাহার বন্দরে ওই মহড়া শুরু হলেও শেষ হবে কবে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানায়নি তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘‘ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধজাহাজের পাশাপাশি চীনা ও রাশিয়ান নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং অন্যান্য জাহাজ এই মহড়ায় অংশ নেবে।’’

তাসনিম বলেছে, উত্তর ভারত মহাসাগরে এই মহড়া অনুষ্ঠিত হবে এবং ওই অঞ্চলের সুরক্ষা জোরদার ও অংশগ্রহণকারী দেশগুলোর মাঝে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য।

আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত এবং শ্রীলঙ্কা তিন দেশের এই মহড়ায় পর্যবেক্ষক হিসাবে অংশ নেবে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে দেওয়া এক বার্তায় বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘চাবাহার বন্দরে শুরু হওয়া মহড়ায় বিমান একটি বিধ্বংসী রণতরী ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করবে।

সম্ভাব্য হুমকির বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করার লক্ষ্যে গত ফেব্রুয়ারিতে একই অঞ্চলে সামরিক মহড়া পরিচালনা করেছিল ইরানি সেনাবাহিনী।

সূত্র: এএফপি।