 
                                            
                                                                                            
                                        
দেশে ফিরবেন তিনি। তবে জীবত নন, এক প্রাণহীন দেহ। স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় কুয়েতে মৃত্যুবরণ করেন সাতক্ষীরার কবির আহমদ।
কবির সাতক্ষীরার শ্যামনগর থানার ৫নং কৈখালী ইউনিয়নের ১নং ওয়াডের হযরত আলী গাজীর ছেলে।
সহকর্মীদের কাছ থেকে জানা যায়, দীর্ঘ ১৩/১৪ বছর কুয়েত প্রবাসী জীবন কাটান কবির আহমদ। এর মধ্যে কয়েক বছর থেকে অবৈধ অভিবাসী হিসেবে ছিলেন তিনি। কুয়েত সরকার ঘোষিত সাধারণ ক্ষমা ঘোষণা দেয়ার পর ট্রাভেল পারমিটের জন্য বাংলাদেশ দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন কবির। এরপর কর্মস্থল আবদালী ফেরার পথে গাড়িতে স্ট্রোক করলে তাকে আল জাহরা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশনও করা হয় বলে জানা যায়।
রবিবার দূতাবাস থেকে আউট পাস (ট্রাভেল পারমিট) নিয়ে দেশে যাওয়ার কথা ছিল কবিরের। এই নিয়ে এক সপ্তাহে ৫ জন কুয়েত প্রবাসী হার্ট ও ব্রেইন স্ট্রোকে মারা গেল।