বরিশালে ডিসেম্বর মাস জুড়ে ‘অনার’ স্মার্টফোনের আকর্ষণীয় অফার

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার ॥ ডিসেম্বর মাস জুড়ে ‘অনার’ স্মার্টফোনে চলছে আকর্ষণীয় ক্যাশব্যাক অফারকে সামনে রেখে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোড সিটি প্লাজা মার্কেটে ‘𝐇𝐎𝐍𝐎𝐑 𝐁𝐫𝐚𝐧𝐝𝐬𝐡𝐨𝐩’ ওপেন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে এ ব্যান্ডসপ উদ্বোধন করেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মো. মাশরুর ইনান
ওরফে কিটো ভাই।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রাহুল হোসেন খান সোহেল, অনার ডিস্টিবিউটর মো. ফয়সাল আহমেদ, অনার বাংলাদেশ থেকে সিনিয়র মার্কেটিং ম্যানেজার মো. ফারুক রহমান, সেল আউট ম্যানেজার নাকিব আল সুজন সহ অন্যান্যরা।

জানা গেছে, ডিসেম্বর মাস জুড়ে আকর্ষণীয় অফারের পাশাপশি। নির্দিষ্ট মডেলের উপরে থাকছে ৫০ হাজার টাকা পর্যন্ত প্রাইস ড্রপ। অনার এর নতুন এই ব্রান্ডশপ থেকে ফোন কিনলে চলমান ছাড়ের পাশাপাশি থাকবে আকর্ষণীয় গিফট।