তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টস জিতেছেন আফগান অধিনায়ক হাসমত উল্লাহ শহিদি। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফলে আগে বোলিং করবে বাংলাদেশ।
আরব আমিরাতের শারজাহকে হোমভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করেছে আফগানিস্তান। নিজেদের শক্তি প্রদর্শনের হুমকি আগেই দিয়ে রেখেছে আফগানরা। অন্যদিকে চ্যালেঞ্জ নিতে প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের আশাবাদী হওয়ার রসদ আছে যথেষ্ঠ। ইতিহাস ও পরিসংখ্যান জানাচ্ছে, আফগানদের বিপক্ষে শেষ ৩ ওয়ানডেতে পর পর জিতেছে বাংলাদেশ। যার দুইটিই দেশের বাইরে।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ গত বছর অক্টোবরে ওয়ানডে খেলেছে বাংলাদেশ। ভারতের ধর্মশালায় ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে আফগানদের ৬ উইকেটে হারিয়েছিল টাইগাররা। তার আগের ম্যাচটি ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, পাকিস্তানের লাহোরে। সে ম্যাচে ৮৯ রানে জিতেছিল বাংলাদেশ।
তারও আগের ২০২৩ সালের ১১ জুলাই আফগানদের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ওই ম্যাচে ৭ উইকেটে অনায়াসে জয় পেয়েছিল টাইগাররা।
পরিসংখ্যান অনুসারে, আফগানদের বিপক্ষে শেষ তিন সাক্ষাতেই শেষ হাসি ছিল টাইগারদের। আবার কাকতালীয়ভাবে ঠিক তার আগের ৩ ম্যাচ আবার টানা জয়ের রেকর্ড আছে আফগানদের।
২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে তিন ম্যাচের সিরিজ খেলতে এসে প্রথম দুটিতে যথাক্রমে ১৭ ও ১৪২ রানে জিতেছিল আফগানরা। তারও আগে ২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামেই ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
অর্থাৎ আগের ৬ ম্যাচের ফলাফল ৩- ৩ সমতা। এখন দেখা যাক, এবার শারাজার ৩ ম্যাচের সিরিজে কী হয়।