বরগুনায় ডিআইজির শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম বিপিএম (বার) পিপিএম।

শনিবার সন্ধ্যা ৭ টায় বরিশাল রেঞ্জের ডিআইজি শারদীয় দুর্গাপূজা এর নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বরগুনা জেলার পূজামন্ডপ ( আখড়াবাড়ি দুর্গা মন্দির) পরিদর্শন করেন।

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে ডিআইজি মো. মন্জুর মোর্শেদ এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন যে, বাংলাদেশে কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু নেই।

সকল জনগণকে সক্সঘবদ্ধ হয়ে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান এবং সকল অপশক্তির বিরুদ্ধে একসঙ্গে সন্ধ কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ সুপার ইব্রাহিম খলিল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আবদুল হালিম।