শেবাচিমে চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব।

২৭ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ শুক্রবার, আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর স্বজন কর্তৃক শিশু বিভাগের কর্তব্যরত চিকিৎসক এর উপর বর্বরোচিত হামলা ও ধ্বংসযজ্ঞের মতো ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব এর শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাঃ সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ।

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব অনতিবিলম্বে চিকিৎসক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্মানিত স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এর দৃষ্টি আর্কষণ করেছেন। একইসঙ্গে দুষ্কৃতিকারীদের অতিসত্ত্বর গ্রেফতার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানিয়েছেন।