বরিশাল নগরীর সড়ক দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপন করায় ছয়জনকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বেশকিছু অবৈধ স্থাপনাও উচ্ছেদ করেছে সিটি করপোরেশন।
তথ্যটি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের সড়ক পরিদর্শক মো. সাজ্জাদ জানান, নগরীর লঞ্চঘাট, বান্দ রোড, আমতলার মোড়, সিঅ্যান্ডবি রোড এলাকায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
এসময় নগরীর সড়কে বিস্তৃত করে ব্যবসা ও সড়কে কনস্ট্রাকশনের মালামাল ফেলে রাখায় ছয়জনকে ২৮ হাজার টাকা জরিমানাসহ সড়কের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল।