কাফরুল এলাকায় চলছে রাজউকের উচ্ছেদ অভিযান

লেখক:
প্রকাশ: ৭ years ago

নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং আবাসিক স্থাপনায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধে রাজধানীর মিরপুর-১৩ এর কাফরুল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যম উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলবে বিকেল ৪টা পর্যন্ত। অভিযানের শুরুতে ব্লক-বি এর রোড-৮ এর ১৭ নং প্লটের নির্মাণাধীন ৬তলা ভবনের অবৈধাংশ অংশ উচ্ছেদ করা হয়। তিতাস গ্যাস, ঢাকা ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাসের প্রতিনিধিরা অভিযানে উপস্থিত রয়েছেন।

রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে ইমারত বিধিমালা সংক্রান্ত আইনি সহযোগিতা করছেন অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মোবারক হোসেন, সহকারী অথরাইজড অফিসার ইলিয়াস মিয়া, প্রধান পরিদর্শক মশিউর রহমান, পরিদর্শক সিরাজুল ইসলাম ও সোলাইমান হোসাইন প্রমুখ।