কলার ভেলায় উদ্ধার হচ্ছে মানুষ

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে

গোমতী নদীর বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে কুমিল্লার বুড়িচংয়ে উপজেলার প্রায় শতাধিক গ্রাম। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। এদের উদ্ধারে রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা তৎপরতা চালাচ্ছেন। অনেকেই কলা গাছের ভেলায় পানিবন্দিদের উদ্ধার করছেন।

শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা এলাকায় গিয়ে দেখা যায় এ দৃশ্য।

 

স্থানীরা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করে ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের অংশে গোমতী নদীর বাঁধ ভেঙে তীব্র স্রোতে লোকালয়ে পানি ঢোকে পড়ে। পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেকেই বাড়ি ছাড়েননি। কিন্তু রাতে ওই এলাকাসহ আশপাশে কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে যায়। রাতে হাতেগোনা কয়েকটি পারিবার আশ্রয়কেন্দ্রে গেলেও অধিকাংশ মানুষ বাড়িঘর ছাড়েনি। ফলে সকাল নাগাদ পানিবন্দি হয়ে পড়ে।

এরপর সকাল থেকে স্থানীয় লোকজন কলা গাছের ভেলা তৈরি করে পানিবন্দি পরিবারগুলোকে উদ্ধার করা স্থানীয় ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র নিয়ে যায়।

আলমগীর হোসেন নামে এক এক যুবক জাগো নিউজকে বলেন, আমাদের পূর্বপাড়া এলাকার অনেকেই রাতে বাড়ি ছাড়েনি। সকালে ৬টা নাগাদ কোমর সমান পানি হয়ে যায়। এ সময় অনেকেই বাড়ি ছাড়তে শুরু করে। তবে যারা বৃদ্ধ তাদের আমরা কলা গাছের ভেলা বানিয়ে উদ্ধার করেছি।

 

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জাগো নিউজকে বলেন, বলতে গেলে পুরো বুড়িচংই পানির নিচে। প্রবল স্রোতে পানি প্রবেশ করায় প্রতিনিয়ত পানির উচ্চতা বেড়েই চলেছে।