দেশের স্বার্থে কূটনীতিকরা ড. ইউনূসের ভাবমূর্তি কাজে লাগাতে পারবেন

লেখক:
প্রকাশ: ৮ মাস আগে

সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশ গঠনে নতুন চ্যালেঞ্জ হাতে নিয়েছে। নতুন সরকার দেশবিদেশে সমানতালে কাজের মাধ্যমে নিজেদের জানান দিতে চায়। তারই পরিপ্রেক্ষিতে বিদেশে তার যে ইমেজ রয়েছে, তা কাজে লাগাতে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে বার্তা দিয়েছেন ড. ইউনূস।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ কর্মকর্তা এবং বিদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনারদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ওই দুই বৈঠকে উপদেষ্টা বলেছেন, বিদেশে অন্তর্বর্তী সরকার প্রধানের যে ভাবমূর্তি রয়েছে তা আমরা কাজে লাগাতে পারি। প্রধান উপদেষ্টা আমাকে বলেছেন, দেশের প্রয়োজনে কূটনীতিকরা ওনার ফেস ভ্যালু ব্যবহার পারবেন। প্রধান উপদেষ্টার ফেস ভ্যালু ব্যবহার করলে আমরা অনেক ক্ষেত্রেই বাড়তি সুবিধা আদায় করতে পারব।

ঢাকার কূটনীতিকরা বলছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে। বিশ্বের প্রায় সব প্রান্তেই তার সুনাম রয়েছে এবং তার ভাবমূর্তি খুব উজ্জ্বল। ড. ইউনূসের ভাবমূর্তি কূটনীতিকরা ব্যবহার করতে পারলে দেশের অনেক উপকার হবে। বিশ্বের সাতজন ব্যক্তি নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। তিনি সেই সাতজন ব্যক্তির মধ্যে একমাত্র বাংলাদেশি।

ড. ইউনূসের দেখানো পথেই যুক্তরাষ্ট্রের সুবিধাবঞ্চিত নারীদের জন্য কাজ করছে গ্রামীণ আমেরিকা। তার দর্শনের ভিত্তিতে ৪০০ কোটি ইউরো ব্যয়ে প্যারিস ২০২৪ অলিম্পিক ভিলেজ তৈরি হয়। এর আগে ব্রাজিলের রিও অলিম্পিকেও তার সরব উপস্থিতি ছিল।

 

ড. ইউনূস বিগত ২০০৯ সালে দারিদ্র্য নিরসনে সহায়তা করার জন্য এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের সদস্য হন। এই উপদেষ্টা পরিষদ উন্নয়ন সংস্থার মূল বিষয় ও নীতি প্রণয়নে পরামর্শ দিয়ে থাকে। ড. ইউনূসের দেখানো পথে দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্রঋণ বা সামাজিক ব্যবসার মডেল বিশ্বের ৪০টির বেশি দেশে ১৩০টির বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে।

এ ছাড়া পৃথিবীর ৮০টির বেশি বিশ্ববিদ্যালয়-কলেজে তার নামে ‘ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার’ প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ড. ইউনূসের চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য ও তার জীবনাদর্শ নিয়ে গবেষণা হয়। এখন পর্যন্ত তিনি ২৪টি দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ৬০টির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। ১৩০টির বেশি সম্মাননা পেয়েছেন ৩০টির বেশি দেশ থেকে। তাছাড়া কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ড. ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে।

কূটনীতিকরা আরও বলছেন, ড. ইউনূসকে সবাই এক নামে চেনেন। কানাডার পাঠ্যপুস্তকে তার জীবনী থাকার পাশাপাশি দেশটির একটি উন্নয়ন সংস্থার কার্যালয়ে ড. ইউনূসের ছবি টানানো আছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও তার জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন স্বার্থ উদ্ধারে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে দীর্ঘদিন যে ধরনের টানাপড়েন চলছিল তার অবসান ঘটিয়ে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলে স্বস্তির সুবাতাস পাওয়া যাবে।

প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। এমন পরিস্থিতির মধ্যে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক কেমন হতে পারে, তা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

তবে ড. ইউনূসের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজে থেকে টেলিফোন করার বিষয়টি ইতিবাচক আখ্যা দিয়ে ঢাকার এক জ্যৈষ্ঠ কূটনীতিক বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী ড. ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন। তবে সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, সম্প্রতি প্রধান উপদেষ্টা নিজে মোদিকে ফোন করে কথা বলেছেন। তিনি যেমন সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় মোদিকে আশ্বাস দিয়েছেন তেমনি দিল্লির সহযোগিতা প্রত্যাশা করেছেন। এটি খুবই ইতিবাচক দিক।

প্রচ্ছদবিনোদন এ সম্পর্কিত আরও পড়ুন:
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেছেন, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমেই স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন।তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রয়োজনীয় সামগ্রী প্রদানের জন্য বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এজন্য চাই সুষ্ঠু ব্যবস্থাপনা। স্বাস্থ্য খাতে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। এ লক্ষ্যে কমিটির সকলকে সচেষ্ট থাকতে হবে।শনিবার পিরোজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।সভায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর সিকদার, ওসি মো. কামরুজ্জামান তালুকদার প্রমুখ বক্তব্য দেন।এর আগে মন্ত্রী স্বরূপকাঠি পৌর গোরস্থান ও শ্মশান ঘাটের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে যোগ দেন।সেখানে তিনি বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোন কাজ না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।পরে মন্ত্রী জাতীয় সমবায় দিবসের র‌্যালিতে অংশ গ্রহণ করেন। সব শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘দলে থাকবেন আর দলের সিদ্ধান্ত বিরোধী কাজ করবেন, তা হবে না। অনুপ্রবেশকারীকে দলে স্থান দেওয়া হবে না। শেখ হাসিনা রাত-দিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে চলছেন। এ ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’
৫ years ago