শিক্ষামন্ত্রীর বাসায় হামলা, গাড়ি ভাঙচুর

লেখক:
প্রকাশ: ৪ মাস আগে

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল থেকে নগরীর দুই নম্বর গেট মেয়র গলিস্থ শিক্ষামন্ত্রীর বাসায় (সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন) হামলা চালানো হয়।

মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে।

 

শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রাহুল দাশ বলেন, ‘নিষিদ্ধ জামায়াত-শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা মন্ত্রীর বাসভবনে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। তারা বাসভবনের ভেতরে ঢুকে দুটি গাড়ি ভাঙচুর করে আগুন দেয়। এছাড়া বাড়ির মূল ফটক ভেঙে ফেলে।  ভাঙচুর করা গাড়ির মধ্যে একটি গাড়ি মন্ত্রী চট্টগ্রামে এলে ব্যবহার করেন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলার ঘটনাটি আমরা শুনেছি।’