 
                                            
                                                                                            
                                        
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ এখন উত্তাল। প্রতিদিন সেই পরিস্থিতি আরও ভয়ংকর আকার ধারণ করছে। সেই আন্দোলনকে থামিয়ে দিতে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। সহিংসতায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ৬ জন।
দেশের এই পরিস্থিতি নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদরা।
শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধের কথা।
সোহান লিখেন, ‘আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে।’
‘তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।’-যোগ করেন তিনি।