আইপিএলের এবারের আসরের টেবিল টপার রাজস্থান রয়্যালসের বিপক্ষে হাসলো সুনীল নারিনের ব্যাট। ঝড়ো ব্যাটিংয়ে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ইডেন গার্ডেনে আজ মঙ্গলবার রাতে রাজস্থানের বিপক্ষে মাত্র ৪৯ বলে ১১টি চার ও ৬ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার স্পর্শ করেন ওয়েস্ট ইন্ডিয়ান এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে নারিন আজ ৫০৪তম ম্যাচ খেলছেন। তার মধ্যে ৩১৮ ইনিংসে ব্যাটিং করে এর আগে তিনি ১৫টি হাফ সেঞ্চুরি করেছিলেন। সর্বোচ্চ ব্যক্গিত সংগ্রহ ছিল ৮৫ রান। আজ সেটা ছাপিয়ে তুলে নিলেন প্রথম সেঞ্চুরি। শুধু তাই নয়, এর আগে ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৮৪ ম্যাচ খেললেও তাদের কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারেননি। নারিন নাইটদের হয়ে সেই কীর্তি গড়েন।
১৮তম ওভারে দলীয় ১৯৫ রানের মাথায় ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে ফিরেন তিনি। তার আগে ৫৬ বলে ১৩টি চার ও ৬ ছক্কায় ১৯৪.৬৪ স্ট্রাইক রেটে ১০৯ রান করে আসেন। তার ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে কেকেআর।