চুয়াডাঙ্গায় ১২০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে

চুয়াডাঙ্গায় মাত্র ১২০ টাকা খরচে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্ক মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন।

 

পুলিশ সুপার জানান, চুয়াডাঙ্গায় কনস্টেবল পদে ২৪ জন পুরুষ ও চার নারীকে নিয়োগ দেওয়া হবে। সরকার নির্ধারিত ১২০ টাকার পে-অর্ডারসহ আবেদন করতে হবে। এরপর আবেদনকারীর কাগজপত্র যাচাই-বাছাই এবং শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে উত্তীর্ণদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়াটি শেষ করা হবে প্রার্থীর শারীরিক সক্ষমতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে। এ বিষয়ে কোনো তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য হবে না। নিয়োগে কারো বিরুদ্ধে কোনো আর্থিক সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ-প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাজিম উদ্দিন আল আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন ও ডিআই-১ আবু জিহাদ ফকরুল আলম খান।