আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ।’ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ১টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান। এরপর বেলা ৩টায় বঙ্গবন্ধু উদ্যানের জনসভা মঞ্চে আসেন তিনি। নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। এ সময় ছোট বোন শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হবে। আধুনিক বিজ্ঞান-প্রযুক্তি শিখবে, দক্ষ জনশক্তি হবে। স্মার্ট দক্ষ জনশক্তি হিসেবে তাদের গড়ে তুলবো। আমাদের সরকার ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট সরকার হবে। আমাদের কৃষি যান্ত্রিকীকরণ হবে। আমাদের অর্থনীতি স্মার্ট অর্থনীতি হবে। স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা হবে।’

তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘আমাদের ছাত্রছাত্রীদের বলবো, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। শিক্ষিত জাতি ছাড়া কোনও দেশ উন্নতি করতে পারে না, এ কথা মাথায় রাখতে হবে।’

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ও জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, নৌকা প্রতীকের প্রার্থী ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও অন্যরা।