সাংহাইয়ে ৪০ বছরের মধ্যে তীব্র ঠান্ডা

লেখক:
প্রকাশ: ১১ মাস আগে

চীনের অর্থনৈতিক কেন্দ্র সাংহাই শহরে চার দশকের মধ্যে ডিসেম্বরে শীতলতম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্তৃপক্ষ নিম্ন তাপমাত্রা এবং বাতাসের জন্য সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা সাংহাইয়ের শহরতলিতে মাইনাস ৪ থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল। সারা দিন শহরজুড়ে তাপমাত্রা শূন্যের নিচেই ছিল।

ডাউনটাউন সাংহাইয়েরপরিচ্ছন্নতাকর্মী ওয়াং কাইয়ুন জানান, বৃহস্পতিবার নগরীতে তার এক ঘন্টার যাত্রায় তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল।

 

তিনি বলেন, ‘গ্লাভস পরলেও আমি দ্রুত আমার হাতের অনুভূতি হারিয়ে ফেলেছিলাম এবং এগুলো এখনও ব্যথা করছে।’

শহরের আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ২৫  ডিসেম্বর পর্যন্ত শহরের নিম্নাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নীচে থাকবে। ডিসেম্বর মাসে এমন ঠান্ডা গত ৪০ বছরে অনুভূত হয়নি।