দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেটের ছয়টি আসনের চারটিতে প্রার্থী নির্বাচনে পুরোনোতেই আস্থা রেখেছে আওয়ামী লীগ। বাকি দুটির মধ্যে একটিতে নতুন মুখ অপর একটিতে সাবেক সংসদ সদস্য নৌকার মনোনয়ন পেয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকা প্রতীকের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
সিলেট-১ আসনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিব, সিলেট-৪ আসনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সিলেট-৫ আসনে মাসুক উদ্দিন আহমদ ও সিলেট-৬ আসনে নুরুল ইসলাম নাহিদ।
সিলেট-২ আসনে মনোনয়ন পাওয়া শফিকুর রহমান চৌধুরী ওই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। শুধুমাত্র সিলেট-৫ আসনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী হলেন।
সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৫২ জন নেতা। এর মধ্যে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেট-৬ আসনে সাবেক শিক্ষামন্ত্রী, বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদকেই দলের মনোনয়ন দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
এদিকে এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় টিকিট পেয়েছেন মাসুক উদ্দিন আহমদ। সিলেট সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র পদে দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেয়র পদে দলের মনোনয়ন দেওয়া হয়।