বরিশালে সুপারিবোঝাই এক মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) ভোরে উজিরপুর উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে একটি মিনি ট্রাক ময়মনসিংহের উদ্দেশে রওনা দেয়। ভোরে বামরাইল এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে ট্রাকটি থামিয়ে পেছনের দুই চাকা ও ইঞ্জিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন বলেন, দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ জাগো নিউজকে বলেন, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ট্রাকটি উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকচালক কাওসার হোসেন বাদী হয়ে মামলা করবেন।