বরিশালসহ দক্ষিণাঞ্চলে অবরোধ অব্যাহত

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

বিএনপি আহুত ৪র্থ দফার ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনেও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক গুলোতে যান চলাচল স্বাভবাবিক হয়নি।

রাজধানী সহ সারা দেশের সাথেই দক্ষিণাঞ্চলের সড়ক পথে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু অত্যাবশ্যকীয় পণ্য পরিবহন ও এ্যাম্বুলেন্স চলছে। বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের সর্বত্রই রাস্তাঘাটে জনসমাগম স্বাভাবিকের চেয়ে কম। বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা বরিশাল মহানগরীর কিছু এলাকায় ঝটিকা মিছিল বের করছে।

‘যাত্রীর অভাবে’ বেশীরভাগ বাস কাউন্টারগুলো সোমবারেও ফাঁকা রয়েছে। বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল ও মিনিবাস টার্মিনাল সহ দক্ষিণাঞ্চলের প্রায় সবগুলো বাস টার্মিনালেরও প্রায় একই চিত্র। বরিশাল মহানগরী সহ মহাসড়কগুলোতে সশস্ত্র পুলিশ ও আনসার টহল ও চৌকি অব্যাহত রয়েছে। নৌপথেও যাত্রীর অভাবে বেশীরভাগ আঞ্চলিক রুটের নৌযান চলাচল সিমিত রয়েছে। তবে আগের রাতে ঢাকা থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বেসরকারী নৌযান সোমবার ভোরে বরিশাল বন্দরে নোঙর ফেলেছে।

ব্যাংক ও ব্যাবসা প্রতিষ্ঠানগুলোতেও গ্রাহক সংখ্যা তুলনামূলক ভাবে কম।