গাজায় আরও একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৫

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

গাজায় আরও একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানিয়েছে।

 

বার্তা সংস্থাটি জানিয়েছে, গাজার নুসিরাত শরণার্থী শিবিরের দুটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন আহত হয়েছে।

ওয়াফা আরও জানিয়েছে,  ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মৃতদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

এর কয়েক ঘণ্টা আগেই উত্তর গাজার জাবালিয়া শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল। এ ঘটনায় ৫০ জনেরও বেশি নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে ডজনখানেক মানুষ চাপা পড়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।