 
                                            
                                                                                            
                                        
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার ৩৯৩ টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয় গার্মেন্টসশ্রমিক কর্মচারী লীগ। তাদের এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মালিকপক্ষের প্রতিনিধি এবং বিজিএমইএ’র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান নূন্যতম মজুরি মাত্র ২ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১০ হাজার ৪০০ টাকা করার কথা বলেছেন।
রোববার (২২ অক্টোবর) নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লার কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছেন সংগঠনটির সভাপতি সিরাজুল ইসলাম রনি। উভয়পক্ষের প্রস্তাবে গ্রহণ করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।
তিনি উপস্থিত দু’পক্ষকে উদ্দেশ্য করে বলেন, শ্রমিক পক্ষ চাচ্ছেন ২০ হাজার আর মালিক পক্ষ বলছেন ১০ হাজার টাকা। দুই পক্ষের প্রস্তাবনায় ব্যবধান অনেক। এই ব্যবধান কমিয়ে আনার জন্য উভয়পক্ষকেই বলেন তিনি।
দুই পক্ষকে লিয়াকত আলী মোল্লা বলেন, বোর্ডের পক্ষ থেকে আপনাদের আরও সাতদিন সময়ে দেওয়া হলো। আগামী ১ নভেম্বর মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে। আপনারা সভায় মজুরির ব্যবধান কমিয়ে প্রস্তাব দেবেন।