বরিশালে শেষ শ্রদ্ধায় সিক্ত সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক এস এম ইকবাল

লেখক:
প্রকাশ: ১ বছর আগে
এসএম ইকবালকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নেতৃবৃন্দ

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এসএম ইকবালের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক অঙ্গণে।

বৃহস্পতিবার বেলা ১১টায় তার মরদেহ নিয়ে আসা হয় বরিশাল প্রেসক্লাবে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানায় বরিশালের সর্বস্থরের সাংবাদিক সমাজ।

এসময় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারন সম্পাদক পুলক চ্যাটার্জি, কাজী মিরাজ মাহমুদ, বিপ্লবী বাংলাদের পক্ষে সম্পাদক নুরুল ইসলাম ফরিদ, নির্বাহী সম্পাদক নুরুল হাসান স্বাক্ষর, বার্তা সম্পাদক মেহেদী হাসান, বরিশাল টেলিভিশন মিডিয়া এসোশিয়েশনের সভাপতি হুমায়ন কবিরের নেতৃত্বে সংগঠনটির সদস্য আলি জসিম, শাহিন হাসান, সাঈদ পান্থ, পারভেজ রাসেল, আরিফ হোসেন, মজিবর রহমান নাহিদ, দৈনিক আজকালের পক্ষে জেখান স্বপন ও কেএম নয়ন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাধারন সম্পাদক হাফিজুর রহমান হিরা, যুগ্ম সাধারন সম্পাদক এম মোফাজ্জেল, বরিশাল সাংবাদিক সমন্বয় পরিষদের জিয়া শাহিন, এম জহির, জাকির হোসেন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমের সাংবাদিকরা।

শ্রদ্ধা জানাচ্ছেন বরিশাল টেলিভিশন মিডিয়া এসোশিয়েশনের নেতৃবৃন্দ -ছবি: অপূর্ব বাড়ৈ

এছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে কোরআন খমত, দোয়া মোনাজাত ও কালো ব্যাচ করা হয়েছে।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন জানিয়েছেন, এসএম ইকবাল ছিলেন বরিশালের সাংবাদিকতার বাতিঘর, তার মৃত্যুতে পুরো বরিশালের সাংবাদিক সমাজ শোকাহত। ইকবাল ভাইয়ের মতো মানুষ আর আসবে না, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

শ্রদ্ধা জানাচ্ছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ -ছবি: অপূর্ব বাড়ৈ

অন্যদিকে বেলা ১২টায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তাকে নাগরিক শ্রদ্ধা জানানো হয়। এসময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।