অবরুদ্ধ গাজার হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার দায় ফিলিস্তিনিদের ঘাড়েই চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন,গাজার আল-আহলি হাসপাতালে বিস্ফোরণের পেছনে ইসরায়েল নয়, বরং গাজার ‘সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ কাজ বলে মনে হচ্ছে। ইসরায়েলে সফররত বাইডেন বুধবার এ কথা বলেছেন।
স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে গাজার আল-আহলি হাসপাতালটিতে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েল অবশ্য এই হামলার দায় অস্বীকার করেছে। তাদের দাবি, গাজার সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ ভুলে এই হামলা চালিয়ে থাকতে পারে।
গাজায় ইসরায়েলের হামলার প্রতি সমর্থন জানিয়ে বাইডেন বলেছেন, ‘গতকাল গাজার হাসপাতালে বিস্ফোরণে আমি গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে মনে হচ্ছে, এটি অন্য কোনও দল করেছে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সম্বোধন করে বলার মাধ্যমে বাইডেন তার ভাষণ শুরু করেন। তিনি বলেন, ‘আমি একটি সাধারণ কারণে আজ এখানে থাকতে চেয়েছিলাম: আমি ইসরায়েলের জনগণ এবং বিশ্বের মানুষকে বোঝাতে চাই যে, মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় দাঁড়িয়ে আছে… আমি ব্যক্তিগতভাবে এসে বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম।’
গাজায় হামলার প্রতি সমর্থন ব্যক্ত করে তিনি বলেন,‘ইসরায়েল যেহেতু এই হামলার জবাব দিয়েছে, সেহেতু আমার কাছে মনে হয়, আপনাদের আত্মরক্ষার জন্য যা প্রয়োজন তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং আমরা তা নিশ্চিত করতে যাচ্ছি।’