গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের বিমান হামলা

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

অবরুদ্ধ গাজার দুটি শরণার্থী শিবির লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলা চালিয়েছে।

 

সোমবার কয়েক মিনিটের ব্যবধানে দুটি ভয়াবহ অভিযানে জাবালিয়া এবং আল-শাতি শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। আল-শাতির একটি মসজিদেও বিমান হামলা চালানো হয়েছে।

গাজার সবচেয়ে জনবহুল শরণার্থী শিবির জাবালিয়ায় ইসরায়েলের হামলায় ৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে আল-শাতি শরণার্থী শিবিরে হতাহতের সঠিক তথ্য এখনও জানা যায়নি। গাজা শহরের প্রধান হাসপাতাল আল-শিফায় বেশ কয়েকজন আহতকে নেয়া হয়েছে।

 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদ্রা জানিয়েছেন, গাজায় ইসরায়েলের হামলায় ইতিমধ্যে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। আর আহত হয়েছেন ৪ হাজারের বেশি ফিলিস্তিনি।