নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ ২০ ঘণ্টা পর উদ্ধার

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়াতে গিয়ে নিখোঁজ সেই শিক্ষার্থী সিয়াম হোসেনের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে মকশ বিলের বড়ইবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

এর আগে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে তিনি নিখোঁজ হন। সিয়াম হোসেন কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামের মঞ্জুরুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকার মর্নিং সান প্রি ক্যাডেট এন্ড হাইস্কুল থেকে বৃহস্পতিবার মকশ বিলে নৌকা ভ্রমণে বের হয়। এতে ওই স্কুলের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সন্ধ্যা ৭টার দিকে নৌকাযোগে নিজ এলাকায় ফিরছিলেন সবাই। এ সময় নৌকার ছাদে থাকা বেশ কয়েকজন বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে পড়ে যায়।

 

আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। তবে, সিয়াম হোসেন নামের এক কলেজশিক্ষার্থী নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাতে তাকে না পেয়ে টঙ্গী ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে রাত হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ রাখা হয়। শুক্রবার সকালে ডুবুরি দল ফের খোঁজাখুজি শুরু করে। বেলা ৩টার দিকে মকশ বিলের বড়ইবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।