পিএসজিকে কত টাকা দিয়ে নেইমারকে কিনলো আল হিলাল!

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

পিএসজি ছেড়ে এখন সৌদি আরবের প্রো লিগের ফুটবলার হয়ে গেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সৌদি ক্লাব আলি হিলালের সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি।

তবে নেইমারকে কিনতে পিএসজিকে কত টাকা দিতে হয়েছে আল হিলালকে? ইএসপিএন জানিয়েছে, এক সময়ে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে পিএসজি থেকে কিনতে ৯০ মিলিয়ন ইউরো (৯৮.৬ মিলিয়ন ডলার, প্রায় ১ হাজার ৭৫ কোটি টাকা) খরচ করতে হয়েছে সৌদি ক্লাবটিকে।

 

একদিন আগেই নিউজ প্রকাশিত হয়েছিলো, সৌদি ক্লাব আল হিলালের যাওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে নেইমার। এরপর সংবাদ প্রকাশিত হয়, নেইমার দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন আল হিলালের সঙ্গে। অবশেষে সব ফাইনাল করে ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজি থেকে আল হিলালে নেইমারের যোগদান নিশ্চিত হয়ে গেলো।

নেইমারকে দুই বছরে প্রায ৩১০ মিলিয়ন ইউরো (বছরে ১৬০ মিলিয়ন ইউরো) পারিশ্রমিক দেবে আল হিলাল। দুই বছরের সঙ্গে আরও এক বছর বাড়ানোর অপশন রাখা হয়েছে। নতুন ক্লাবে গিয়ে নেইমার সতীর্থ হিসেবে পাবেন কালিদু কৌলিবালি, রুবেন নেভেস, সার্জেই মিলিনকোভিক-সাবিক এবং ম্যালকমকে।

সৌদি আরব পাব্লিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এর মালিকানাধীন চারটি ক্লাব রয়েছে, তার একটি হলো আল হিলাল। বাকি তিনটি হচ্ছে- আল নাসর, আল ইত্তিহাদ এবং আল আহলি। সবগুলোই সৌদি প্রো লিগে শীর্ষস্থানীয় ক্লাব।

পিআইএফ মূলত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি উচ্চাভিলাসি প্রজেক্ট। স্পোর্টস ক্লাব ইনভেস্টমেন্ট এবং প্রাইভেটাইজেশন প্রজেক্টের আওতায় এই ফান্ড গঠন করা হয়েছে। ২০৩০ বিশ্বকাপ আয়োজক হওয়ার লক্ষ্যেই সৌদি ফুটবল লিগকে উন্নত করার চিন্না থেকে এই প্রজেক্ট নেয়া হয়েছে।

২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সে থেকে ট্রান্সফার মার্কেটে এখনও পর্যন্ত তিনিই হচ্ছেন সবচেয়ে দামি খেলোয়াড়। সে থেকে গত ৬টি মৌসুম পিএসজিতে কাটিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

 

মেসি-নেইমার চলে যাওয়ার পর পিএসজিতে তারকা ফুটবলার বলতে রয়েছেন এখন কেবল কিলিয়ান এমবাপে। আপাতত দ্বন্দ্ব মিটিয়ে তিনি পিএসজিতে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন, সম্ভবত।