দুই নায়িকার চুলোচুলি: ওয়েব সিরিজ থেকে আউট তৃণা

লেখক:
প্রকাশ: ১ বছর আগে

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী তৃণা সাহা। কয়েক দিন আগে শুটিং সেটে অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে বিবাদে জড়ান তিনি। এ দুই নায়িকার চুলোচুলির কারণে বন্ধ হয়ে গেছে ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের শুটিং। এবার জানা গেলো, ওয়েব সিরিজটি থেকে বাদ দেওয়া হয়েছে তৃণাকে।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, নির্মাতারা (ক্যামেলিয়া প্রোডাকশন) তৃণাকে ছাড়াই ওয়েব সিরিজটির কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছেন। যদিও তৃণা প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলা মিটিয়ে নিতে চেয়েছেন। কিন্তু অভিনেত্রীর ব্যবহারে প্রত্যেকেই রুষ্ট। প্রোডাকশন বন্ধ রেখে আর্থিক ক্ষতির সম্মুখীনও হয়েছেন নির্মাতারা। তৃণার পরিবর্তে এই ওয়েব সিরিজের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে অভিনেত্রী রোশনি ভট্টাচার্যকে।

 

 

এ খবরের সতত্য যাচাই করতে সংবাদমাধ্যমটির পক্ষ থেকে রোশনি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে প্রস্তাব এসেছে। কিন্তু এখনো কিছু চূড়ান্ত হয়নি।’

 

 

সৌমিক চ্যাটার্জি এবং দীপাঞ্জন সুরঞ্জনা চন্দ পরিচালিত ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজে মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করার কথা ছিল সোহিনী সরকার, তৃণা সাহা, অমৃতা চ্যাটার্জি এবং আভেরী সিংহ রায়ের। কিন্তু ডেট নিয়ে জটিলতার কারণে এই সিরিজ থেকে সরে যান অমৃতা এবং আভেরী। তাদের পরিবর্তে যুক্ত হন রণিতা দাস এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির বোন দেবশ্রী গাঙ্গুলি।

 

 

উল্লেখ্য, শুটিং সেটে নিজস্ব মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসার নিয়ে যান সোহিনী সরকার। সেই খরচ বহন করে প্রযোজনা সংস্থা। ‘মাতঙ্গী’-এর ওয়েব সিরিজের ক্ষেত্রেও তাই করেছেন সোহিনী। এদিকে তৃণা বিষয়টি জানতেন না। শুটিংয়ে গিয়ে বিষয়টা জেনে তিনিও একই সুযোগ দাবি করেন। আর তা নিয়েই ঝগড়ার সূত্রপাত। তৃণার বিরুদ্ধে পরিচালকদের অপমানের অভিযোগও উঠেছে। ঘটনার পরই চিৎকার চেঁচামিচি শুরু হয়, সেট ছেড়ে বেরিয়ে যান তৃণা সাহা।