ইয়েভজেনি প্রিগোজিনের ওয়াগনার গ্রুপের ভাড়াটে যোদ্ধারা বেলারুশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গ্রুপের একজন সিনিয়র কমান্ডারের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ওয়াগনার গ্রুপ রাশিয়ার অন্যতম প্রধান বেসরকারি সামরিক কোম্পানি। ২৪ জুন ওয়াগনার নেতা প্রিগোজিন রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেন। পরে ওয়াগনার রস্তোভ-অন-দনে রাশিয়ার সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় জেলার সদরদপ্তর দখল করে নেয়। এরপর তারা ‘বিচারের দাবিতে’ মস্কোর দিকে অগ্রসর হতে থাকে। রাজধানী থেকে ২০০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসার ঘোষণা দেন প্রিগোজিন। ওই সময় বলা হয়, প্রিগোজিন বেলারুশে অবস্থান করছেন। গত সপ্তাহে বেলারুশের প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রিগোজিন রাশিয়ায় ফিরে গেছেন। তবে আদতে ওয়াগনারের এই নেতা এখন কোথায় অবস্থান করছেন তা স্পষ্ট নয়।
বিদ্রোহের অবসান ঘটানো চুক্তির শর্ত অনুযায়ী, প্রিগোজিন ও তার বাহিনীর সদস্যদের বেলারুশে চলে যাওয়ার কথা। তবে বেলারুশের প্রেসিডেন্ট বৃহস্পতিবার জানিয়েছেন, এখনও ওয়াগনারের হাজার হাজার যোদ্ধা রাশিয়ায় রয়েছে।
ওয়াগনারের সামরিক কমান্ডার আন্তন ইয়েলিজারভ শনিবার ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন, যোদ্ধারা বেলারুশে যাওয়ার আগে প্রিগোজিনের নির্দেশে আগস্টের শুরু পর্যন্ত ছুটি কাটাচ্ছে।
তিনি বলেছেন, ‘আমাদের ঘাঁটি, প্রশিক্ষণের মাঠ প্রস্তুত করতে হবে, স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে সমন্বয় করতে হবে, বেলারুশের আইন প্রয়োগকারী সংস্থার সাথে মিথস্ক্রিয়া ঘটাতে হবে এবং অবকাঠামো স্থাপন করতে হবে।’