চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ আফগানিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে গ্যালারিতে আফগানিস্তানের পতাকা হাতে হাজির হয়েছেন একদল আফগান তরুণী। আফগান দলের বোলিং অ্যাকশনে উল্লাসে ফেটে পড়েন তারা।
দুপুর দুইটায় ম্যাচ শুরুর পর থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইন্টারন্যাশনাল গ্যালারি ও গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারিতে উপস্থিত হতে দেখা যায় আফগান তরুণীদের। অনেকেই এসেছেন আফগানিস্তানের ট্র্যাডিশনাল পোশাক পরে। আফগান দলের বোলাররা উইকেট পেলেই গ্যালারিতে থাকা আফগান তরুণীরা উল্লাস প্রকাশ করে উৎসাহ দিতে থাকেন নিজে দেশের ক্রিকেটারদের। একই সাথে প্রতিটি বলে বলে তাদের উদযাপন নজর কেড়েছে গ্যালারিতে থাকা বাংলাদেশি দর্শকদেরও।
জানা গেছে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্সে অধ্যয়নরত আফগানিস্তানের ছাত্রীরা নিজ দেশের খেলা দেখতে এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে স্টেডিয়ামে আসেন। বৃষ্টিতে একাধিকবার ম্যাচ বিঘ্ন ঘটলেও তারা বৃষ্টিতে ভিজে ম্যাচের অপেক্ষা করতে থাকেন।
তাদের অবশ্য হতাশ করেনি আফগানিস্তানের বোলাররা। বৃষ্টির কারণে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশকে ১৬৯ রানের মধ্যে আটকে রাখে। যা তারা ৯ উইকেট হারিয়ে করে। জিততে আফগানিস্তানকে করতে হবে ১৭০ রান।