কোম্পানির জন্য কোনো দেশের সঙ্গে টানাপোড়েন ঠিক হবে না-ওবায়দুল কাদের

লেখক:
প্রকাশ: ৭ years ago
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

চীনা কোম্পানির ঘুষ দেয়ার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি কোম্পানির জন্য বিনিয়োগকারী কোনো দেশের সরকারের সঙ্গে সম্পর্ক টানাপোড়েন করা ঠিক হবে।

বুধবার জাতীয় সংসদে প্রশ্নত্তোর পর্বে সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঘটনাটির জন্য প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে অ্যাকশন নিয়েছি। এ বিষয়ে পাবলিকলি কিছু বলতে চাই না।

চীনা একটা কোম্পানি এক সচিবকে ৫০ লাখা টাকা ঘুষ দিতে চেয়েছিল। এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তার উদ্ধৃতি দিয়ে মুহিবুর রহমান জানতে চান, এর কারণে ঢাকা-সিলেট চার লেনের কাজে ব্যাঘাত ঘটবে কি না।

জবাবে ওবায়দুল কাদের বলেন, কিছু কিছু বিষয় আছে যা প্রকাশ্যে মন্তব্য না করাই ভালো। ঘটনাটি বেশ আগের। নভেম্বর মাসের। বিষয়টি আমি সরকারপ্রধানকে জানিয়েছি। স্বাভাবিকভাবে অর্থমন্ত্রীও জেনেছেন। প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন সেভাবে আমি অ্যাকশনে গেছি।

একটি প্রকল্পের কারণে একটি সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন করা যাবে না- মন্তব্য করে কাদের বলেন, একটা প্রকল্পের জন্য আমাদের দেশে যারা বেশি বিনিয়োগ করে তাদের সঙ্গে সম্পর্ক স্টেইটফুল করা স্ট্রেইন করা সমীচীন হবে না। একটি কোম্পানি খারাপ কাজ করতে পারে, খারাপ প্রস্তাব দিতে পারে। এ জন্য সব কোম্পানিকে খারাপ বলা যাবে না। তাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

বিষয়টির জন্য ঢাকা-সিলেট চার লেনের কাজে কোনো ব্যাঘাত ঘটবে না বলেও মন্ত্রী এ সময় মন্তব্য করেন।